পশ্চিম বঙ্গ   - Latest News on পশ্চিম বঙ্গ  | Breaking News in Bengali on 24ghanta.com
রাজ্যে বিপর্যয়, ঝড়ে মৃত ৫

রাজ্যে বিপর্যয়, ঝড়ে মৃত ৫

Last Updated: Sunday, October 13, 2013, 20:41

ঝড়বৃষ্টিতে রাজ্যে মৃত্যু হল ৫ জনের। মহানবমীতে ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল আসানসোল, দুর্গাপুর, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল। জামুড়িয়ার পড়াশিয়া কোলিয়ারি এলাকায় একটি মণ্ডপ ভেঙে পড়ে। মণ্ডপে শর্ট সার্কিট হয়ে ২ জনের মৃত্যু হয়। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা টাউনে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের। বর্ধমানের আউসগ্রামে ৩০০ বাড়ি ভেঙেছে।